নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রীl হুগলীর চুঁচুড়ার সিংহিবাগান নতুনপাড়ার ঘটনা।আহত অবস্থায় ভর্তি চুঁচুড়া সদর হাসপাতালে হাসপাতালে। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ(২৫)।সোমবার রাতের ঘটনায়চাঞ্চল্য এলাকায়। অভিযোগ পেশায় রাজমিস্ত্রী অরুন বাগ মদ্যপ অবস্থায় স্ত্রী টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করেlএকইভাবে সোমবার গভীর রাতে শুয়ে থাকা অবস্থায় টুম্পার উপর চড়াও হয় অরুন। কিছু বুঝে ওঠার আগেই টুম্পার মাথায় ও শরীরের একাধিক জায়গায় কুড়োল দিয়ে আঘাত করে বলে অভিযোগ।আওয়াজ পেয়ে স্থানীয়রাই টুম্পাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেl পুলিশ তার বাড়িতে গিয়ে কুড়োলটি উদ্ধার করলেও পলাতক স্বামী অরুন।
Views: 963