নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-পদব্রজে নাম সংকীর্তনের মধ্য দিয়েই শ্রীরামপুর মাহেশের প্রভু তাঁর নিজের বাড়ি ফিরলেন। মাসির বাড়িরর আতিথেয়তা সেরে প্রভুকে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে ঠিক চারটের সময় তাঁর ভক্তরা চলে আসেন মাসির বাড়িতে। তারপর ভক্তদের কোলে প্রভু তাঁর নিজস্ব দেবালয়ে ফিরলেন আড়ম্বরহীন ভাবেই।মাহেশ মন্দির কর্তৃপক্ষ আগেই সিধান্ত্ব নেই কোভিড বিধির কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তাঁদের প্রতিভূ হিসাবে নারায়ণ শিলা যাবে মাসির বাড়ি, সেইমতই অচেনা ছন্দে দীর্ঘক্ষণ রথ যাত্রার ক্লান্তির পরিবর্তে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আধ ঘণ্টার মধ্যেই প্রভু পৌঁছে গেলেন। মঙ্গলবার প্রভুর এই পুনর্যাত্রায় পুলিশি নিরাপত্তায় ভক্তরা পালন করলেন এই উৎসব। মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান জৌলুসহীন ভাবেই এবারও পালিত হল এই উৎসব, প্রভুর কাছে প্রার্থনা করি এই মহামারি থেকে সকলকে মুক্তি দিয়ে আগামী বছর প্রভুর উৎসব হোক স্বমহিমায়, একই প্রার্থনা সকল ভক্তদের।
Views: 628