নিজস্ব প্রতিনিধি, কলকাতা-সম্ভবত মাধ্যমিকের ইতিহাস এই প্রথম, ১০০ শতাংশ পড়ুয়া পাশ করলো। মূলত কোভিড পরিস্থিতির কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়। পর্ষদ আগেই জানিয়েছিল মুলায়নের পদ্ধতি, সেইমত মঙ্গলবার সকালে পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে ২০২১ এর মাধ্যমিকের ফল প্রকাশ করেন।মূলত ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতির পাশাপাশি পরীক্ষার্থীদের ২০১৯ সালের নবম শ্রেণির দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে মুলায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আগের সিধান্ত্ব মতই কোন মেধা তালিকা প্রকাশ হয় নি যদিও নম্বর জানা গেছে। পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭ যদিও সেই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী।একই সাথে জানা গেছে ৯০ শতাংশ ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছেন।চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
Views: 65