নিজস্ব প্রতিনিধি,হুগলি- সাপের কামড়ে মৃত্যুর পর প্রায় দেড় দিন মৃতদেহ বাড়িতে রেখে ওঝার ঝাড়ফুঁকের করার অভিযোগlহুগলীর পান্ডুয়ার ইটাচুনা এলাকার ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়, ইটাচুনার পদ্মপুকুরের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা রাজু সরেনের ১০বছরের শিশুকন্যা বৃষ্টিকে গত বুধবার সাপে কামড়ায়lসেদিনই প্রথমে তাঁকে ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত শুক্রবার শিশুকন্যার বাবা বন্ড সই করে চুঁচুড়া হাসপাতাল থেকে মেয়েকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাবার পথে জিরাটের কাছে কোন এক কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরে রাজু। রাজুর কথামত শুক্রবার বাড়িতে ভালোই ছিলো বৃষ্টিl শনিবার দুপুরের পর মেয়ের শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে। পরে স্থানীয় এক চিকিৎসককে বাড়িতে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে স্যালাইন দেয়। শিশুটির অবস্থা আশংকাজনক হলে রবিবার সকালে ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এরপর মেয়ের মরদেহ বাড়িতে নিয়ে এসে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়িয়ে দেওয়া হয়l উল্লেখযোগ্য তখনও স্যালাইন খোলা হয়নি। সেই অবস্থাতেই বাড়ির লোকেরা ওঝার বাড়িতে ছোটাছুটি শুরু করে। রাজুর বক্তব্য একবার মেয়ের পা নড়েছিলো। আমাদের আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস সাপের কামড়ে মৃত্যু হলে এভাবেই সে আবার প্রান ফিরে পেতে পারে।সোমবার দুপুরে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ রাজুর বাড়িতে যায়, তারপর শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Views: 268