নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- কোভিড পরিস্থিতিতে এ বছর বন্ধ মাহেশের ৬২৫ তম বর্ষের রথযাত্রার উৎসবl টান পড়ে নি রথের রশিতে। তবে নিয়ম মেনে সকাল থেকে পূজিত হয়েছে জগন্নাথ, বলরাম সুভদ্রার বিগ্রহ। সারাদিন মন্দিরে বিশেষ পূজো পাঠের পর মন্দিরে তৈরি অস্থায়ী মাসির বাড়িতে বিগ্রহদের পাঠিয়ে বিকেল চারটের সময় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জীর কোলে চেপে পদব্রজে জগন্নাথ,বলরাম, সুভদ্রার প্রতিভূ হিসেবে নারায়ন শিলা যায় মাসির বাড়িl নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তরা পৌঁছান মাসির বাড়িl কোভিড বিধি মেনে প্রভুকে দর্শন করে ভক্তরা, এই পরিস্থিতির মধ্যে বপ্রভুকে দর্শন করতে পেরে খুশি ভক্তরাl মাহেশ জগন্নাথ কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান তাদের ইচ্ছা ছিল ঘোড়ার পিঠে প্রভুকে নিয়ে যাবার কিন্তু প্রশাসনিক নিয়মে তা হয়ে ওঠে নি, স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির মধ্যে নিয়ম রক্ষার রথযাত্রার উৎসব পালিত হচ্ছেl শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান প্রভুর কাছে তার একটাই প্রার্থনা এই মহামারী দূর করে সকলকে ভাল রাখার। সারা বছরের প্রতীক্ষায় থাকা ভক্তরা কিছুটা হতাশ হলেও প্রভুর কাছে তাদের প্রার্থনা সকলকে সুস্থ রেখো।
Views: 743