নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-খেলার মাঠে বিপক্ষের বোলার কে পিটিয়ে শতরানে পৌঁছানো ক্রিকেটারের স্বপ্ন এবং তা সফল হলেই হেলমেট খুলে ব্যাট উপরে তুলে ধন্যবাদ জানান দর্শকদেরl রবিবার সকালে শ্রীরামপুরের নওগাঁ পেট্রোল পাম্প সেই ছবির বহিপ্রকাশ ঘটল চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের l পেট্রোলের দাম সেঞ্চুরি হওয়ায় ব্যাট ও হেলমেট তুলে প্রধানমন্ত্রী কে স্বাগত জানালেন বিধায়কl মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে আন্দোলনে নামলেন বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরাl শ্রীরামপুরের নওগাঁ পেট্রোল পাম্পে প্রতিবাদের বিভিন্ন ধরনের স্লোগানের পোস্টার সাথে নিয়ে বিক্ষোভে অংশ নেন কর্মীরাl চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন জানান প্রতিদিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ নাজেহাল অবস্থায়l অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমাতে তাদের এই আন্দোলনl পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে আন্দোলন দীর্ঘস্থায়ী হবেl এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রবীর পাল, অজয় প্রতাপ সিং, শ্যামলেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দl
Views: 1182