নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর-“ড্রাগের নেশা সর্বনাশা’, এই কঠিন বাক্যটি নির্মূল করতে প্রচেষ্টা চলছে যুগ যুগ ধরে কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে নি। তাই সচেতনতায় এর একমাত্র রাস্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেইমত “আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস” উপলক্ষে শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের চকবাজারে এই দিনটি পালিত হল অন্যভাবে। বিষ্ণুপুর মহকুমা প্রশাসক ও আরক্ষাধ্যক্ষের যৌথ উদ্যোগে এদিন ‘ড্রাগের নেশা সর্বনাশা’ বিষয়ক অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা, পথনাটিকার মাধ্যমে সচেতন বার্তা দেওয়া হল মাদক নেশার সাথে যুক্ত ব্যক্তিদের। ‘ নবজীবন ফাউন্ডেশন’ এর পরিবেশনায় “ নেশা মুক্তির দিশা দেখানো” নামক পথনাটকের মাধ্যমে তুলে ধরা হল মাদকের নেশা মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, একইভাবে বার্তা দেওয়া হল এই নেশা থেকে মুক্তির পথ। বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত বলেন এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের দিনে আমরা যেন শপথ নিতে পারি নেশা থেকে মুক্তির পাশাপাশি তিনি যুব সমাজকে আহ্বান করেন সচেতনতার মাধ্যমে সকলের সহযোগিতা। বিষ্ণুপুর মহকুমা আরক্ষাধ্যক্ষ কুতুব উদ্দিন খান যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য আধিকারিক রাম শংকর মন্ডল, বিষ্ণুপুর পুরসভার পুর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, আই সি শান্তনু মুখার্জি সহ বিশিষ্টরা। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারের পাশাপাশি শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে পরিচালনা করেন শহরের বিশিষ্ট শিক্ষাবিদ্ হরিপ্রসন্ন মিশ্র।
Views: 108