নিজস্ব প্রতিনিধি, খানাকুল-মাথা ন্যাড়া হয়ে, গঙ্গা জলে শুদ্ধ হয়ে বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলো কয়েকজন কর্মী l হুগলির খানাকুলের বলপাই এলাকার ঘটনাl মঙ্গলবার আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দারের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কয়েকশো কর্মী বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলোl মূলত বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দেয়, নির্বাচনে খানাকুল সহ আরামবাগের চারটি বিধানসভা আসনই জেতে তৃণমূলl ফিরে আসা কর্মীদের দাবী বিজেপি তাদের পাশে নেই, ফলে সমস্যা হচ্ছে।যদিও আরামবাগের সাংগঠনিক সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান এরা ভবঘুরে,এরা চলে গেলেও দলের কোনো ক্ষতি হবে নাl আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের পুর প্রশাসক স্বপন নন্দী স্বাগত জানান দলে ফেরা কর্মীদেরl
Views: 212