নিজস্ব প্রতিনিধি-কোভিড সংক্রমণের প্রথম, দ্বিতীয় ঢেউের সময়ে জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন চিকিৎসক, স্বাস্হ্যকর্মীরা অর্থাৎ ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা। যাদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তবুও তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় নি। কিন্তু তাঁদেরকেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শারিরীকভাবে নিগৃহিত, লাঞ্ছিত ও নিপীড়ন করার অভিযোগ উঠছে সমাজের একটা অংশের মানুষের বিরুদ্ধে।সম্প্রতি বাংলার হুগলীর পান্ডুয়া ব্লক হাসপাতালের এক মেডিকেল অফিসারকে লাঞ্ছিত ও নিগৃহীত করা হয়েছে। তারই প্রতিবাদে ১৮ই জুন শুক্রবার দেশজুড়ে ঊনিশ হাজারের বেশি শাখা সংগঠন ও রাজ্য সংগঠনগুলো ডাকে প্রতিবাদ দিবসে সামিল হবেন ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা।দেশজুড়ে আই এম এর সমস্ত শাখা সংগঠনের সদস্য-সদস্যরা কালো ব্যাজ পরে, কোভিড নিয়ম বিধি মেনে সভা- সমাবেশ ও অবস্হান বিক্ষোভ করবেন। আই এম এ, শ্রীরামপুর শাখার সম্পাদক ডাঃ প্রদীপ কুমার দাস জানান সংগঠনের পক্ষ থেকে দাবী থাকছে কেউ কোনভাবে শারিরীক ও মানসিক দিক থেকে নিগৃহীত করলে বা স্বাস্হ্য পরিষেবার সম্পত্তি ভাংচুর করলে চটজলদি আইনানুগ ব্যবস্হা গ্রহণ করার। যাতে ভবিষ্যতে চিকিৎসকদের আর কেউ হেনস্থা করতে না পারে।
Views: 679