নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি- কোভিড সংক্রমনের প্রভাব বাংলায় কিছুটা কম হলেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। এই পরিস্থিতিতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দ্রুতগতিতে যাদের মাধ্যমে ভাইরাস ছড়ায় তাদের আগে টিকাকরণ করানোর ।সেইমতো বাজারে সবজি বিক্রেতাদের টিকাকরণের কাজ শুরু হয়েছে যদিও বাজার চত্বরে এখনো সচেতনতার অভাব দেখা যায় বলে অভিযোগ, তাই বৈদ্যবাটি পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে এবং হুগলি জেলার আর এম সি-র সম্পাদক রহমান বাবুর ব্যবস্থাপনায় শেওড়াফুলি কৃষক বাজারে পালিত হল মাস্ক বিতরণ কর্মসূচি। বুধবার সকালে শেওড়াফুলি কৃষক বাজার সমিতির সহ সভাপতি মাননীয় হরিপদ পাল ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাজির উপস্থিতিতে এখানকার কর্মীরা বাজারে আসা ক্রেতা-বিক্রেতার হাতে তুলে দেয় মাস্ক, পাশাপাশি কোভিড বিধি নিয়ে তাদের সচেতন করা হয়। হরিপদ পাল জানান জেলার মধ্যে অন্যতম এই বাজার কিন্তু এই বাজার চত্বরে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাস্ক পড়ার অনীহা দেখা যায়, তাই তাদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতনের পাশাপাশি সতর্কতা করে দেওয়া হলো।তাদের এই উদ্যোগে খুশী এই বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা।
Views: 315