নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-পেট্রোল ,ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ তৃণমূল কংগ্রেসেরlচুঁচুড়ার খাদিনামোড় পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি চেপে ও পালকি নিয়ে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মীরাl এই অভিনব মিছিল দেখতে ভিড় করেন প্রচুর স্থানীয় মানুষlবিধায়ক অসিত মজুমদার জানান পেট্রোল ডিজেল সহ অন্যান্য জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তারই পাশাপাশি ভ্যাকসিন নিয়ে কেন্দ্র যেভাবে দুর্নীতি করছে তারই প্রতিবাদে তাদের এই ধিক্কার মিছিলl এদিনের এই প্রতিবাদ মিছিলে ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রশাসক গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন উপ পৌরপ্রধান অমিত রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দl
Views: 133