নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-কোভিড পরিস্থিতির কারণে বিপর্যস্ত সারা বাংলা।এই অবস্থায় ধারাবাহিক ভাবে রক্তদান শিবির না হওয়ার চরম সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলির অন্নপূর্ণা ভবনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যে শিবিরে রক্ত দান করে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। কোভিড বিধি মেনে আয়োজিত এই রক্তদান শিবিরে পরিবেশ দিবসের দিনটিকে মনে রাখতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। বৈদ্যবাটি পুর প্রশাসক তথা চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জানান বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা খুবই সমস্যায় পড়েছে। তাদের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। একই সাথে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছ কারণ মানুষের প্রাণ বাঁচাতে রক্তের যেমন ভূমিকা রয়েছে ততটাই ভূমিকা রয়েছে একটি গাছের।এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে মহকুমা শাসক, বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুর দায়িত্বে থাকা আধিকারিক সুজাতা ঘোষ এবং বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটরা।
Views: 382