নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া-কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় উত্তরপাড়ায় সেফ হোম তৈরির সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগে উত্তরপাড়ার প্যারীমোহন কলেজে এই সেফ হোম আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করবে। মঙ্গলবার এই ২০ শয্যাবিশিষ্ট সেফ হোমের পরিকাঠামো খতিয়ে দেখলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া পুর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কোভিড আক্রান্ত মৃদু উপসর্গ থাকা রোগীদের এখানে থাকার ব্যবস্থা করা হবে, যে হোমে সর্বদা চিকিৎসক, নার্সের পাশাপাশি অক্সিজেনের ব্যবস্থা থাকবে। বিধায়ক কাঞ্চন মল্লিক জানান ইতিমধ্যেই কোন্নগরের নবগ্রামে একটি সেফ হোম খোলা হয়েছে একইভাবে উত্তরপাড়ার এই সেফ হোম শুরু হলে অনেকটায় সুবিধা হবে স্থানীয়দের। বিধায়কের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
Views: 490