নিজস্ব প্রতিনিধি, আরামবাগ- কোভিড আক্রান্ত রোগীদের বাড়ীতে খাবার পৌঁছাতে আরামবাগ পুরসভার উদ্যোগে শুরু হলো “মা ক্যান্টিন”l পুর এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে এই খাবার বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে l শনিবার এই ক্যান্টিনের সূচনা করলেন আরামবাগের পুর প্রশাসক স্বপন নন্দীl মূলত করোণা আক্রান্ত রোগীদের অনেকেই গৃহবন্দি থাকায় তাদের খাবারের সমস্যা হচ্ছে সেই কথা মাথায় রেখেই আরামবাগ পৌরসভা এই উদ্যোগ নিয়েছেl সকাল নটার মধ্যে করোনা আক্রান্ত পরিবার পুরসভার একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে খাবারের অর্ডার দেবেন সেইমতো পুরসভার কর্মীরা তাদের বাড়ির সামনে গিয়ে বাঁশি বাজালে তারা বেরিয়ে এসে খাবার সংগ্রহ করতে পারবেl পুর প্রশাসক স্বপন নন্দী জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই তাদের এই উদ্যোগl করোনা আক্রান্ত রোগীরা পুরসভার এই উদ্যোগে খুশিl একইভাবে রান্নার সাথে যুক্ত কর্মী কিংবা স্থানীয় বাসিন্দারা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেl
Views: 159