নিজস্ব প্রতিনিধি,কলকাতা-২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসতে না পারলেও ৭৭ জন বিধায়ক নিয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি, পাশাপাশি বেশ কিছু আসনে দ্বিতীয় স্থানে রয়েছে এই দল।যদিও নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবারের নির্বাচনে জিতে আসা ৭৭ জন বিজেপি বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক সুত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি নির্বাচনে হেরে যাওয়া বেশ কয়েকজন পরাজিত প্রার্থীদের থাকা কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তৃনমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন,নির্বাচন আবহে মুকুল রায়ের নিরাপত্তা বেড়েছে পাশাপাশি রাজীব বন্দোপাধ্যায়,প্রবীর ঘোষাল,সব্যসাচী দত্ত সহ তৃনমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা আছে,স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তে বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে।
Views: 177