হায়দরাবাদ-কোভিড সংক্রমনের প্র্রভাব এবার সিংহদের শরীরেও। হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে থাকা ৮ টি এশিয়াটিক সিংহর দেহেতে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত দেশের মধ্যে এই প্রথম সিংহদের দেহেতে এই সংক্রমণ এবং এই ঘটনায় চিন্তিত সরকার। পার্ক সুত্রে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই এই সিংহদের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল।সেইমত পরীক্ষা করা হলে গত ৩০ শে এপ্রিল তাদের রিপোর্ট পজিটিভ হয়। যদিও পশুদের শরীরে এই ভাইরাস কীভাবে এলো তা নিয়ে ওই পার্কের পক্ষ থেকে পরিস্কারভাবে কিছু জানানো হয়নি। তবে এই রিপোর্ট আসার পরেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পার্কের দরজা। উল্লেখ্য সোমবার এক নির্দেশিকাতে বন্ধ হয়েছে এরাজ্যের সমস্ত চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউে বিপর্যস্ত দেশ, প্রতিদিন যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা তেমনই মৃত্যুর সংখ্যা এই অবস্থায় পশুদের মধ্যে এই সংক্রমনে বাড়ছে উদ্বেগ।
Views: 219