নিজস্ব প্রতিনিধি, কামারপুকুর-করোণা সংক্রমনের জেরে আগামী বুধবার থেকে বন্ধ হতে চলেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা l ইতিমধ্যেই মঠের গেটে বন্ধের নোটিশ জারি করেছে মঠ কর্তৃপক্ষl মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরা নন্দ জানান বেশ কিছুদিন ধরেই আমরা মঠে দর্শনার্থীদের সংক্রমণ বিধির নিয়মেই দর্শনের ব্যবস্থা করেছিলাম কিন্তু বর্তমানে দেশজুড়ে যেভাবে সংক্রমণ ঊর্ধ্বমুখী তার কারণে বেলুড়মঠের নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি মঠ বন্ধেরl ইতিমধ্যেই গত বৃহস্পতিবার থেকে বেলুড়মঠে দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ হয়েছেl স্বাভাবিকভাবেই ঠাকুরের জন্মস্থান কামারপুকুরেও এই বন্ধের নির্দেশে হতাশ ভক্তরাl
Views: 186