নিজস্ব প্রতিনিধি,খড়দা- কোভিডে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যুর পর এবার করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনার খড়দার তৃনমূল প্রার্থী কাজল সিনহার। ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল খড়দায় ভোটগ্রহণ হয়েছে।নির্বাচনের আগের দিন তিনি অসুস্থ হয়ে ভর্তি হন বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তার করোনার জন্য নমুনা সংগ্রহ করা হলে রিপোট পজিটিভ হয়। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়,সেখানেই রবিবার সকালে তার মৃত্যু হয়। তৃনমূল নেতা কাজল সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি লিখেছেন ,“খুব, খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। খড়দাতে আমাদের প্রার্থী কাজল সিনহা প্রয়াত হলেন কোভিডে। উনি নিজের জীবন মানুষকে সেবা করার জন্য নিয়োজিত করেছিলেন। টানা প্রচার করে গিয়েছেন। আমরা ওঁর অভাব বোধ করব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল’।বাংলায় বাকি আর দুই দফার নির্বাচন, প্রার্থীদের মৃত্যুর পাশাপাশি ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী ও নির্বাচনের সাথে যুক্ত কর্মীরা, এই অবস্থায় সুষ্ঠভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হোক এটায় এখন একমাত্র প্রার্থনা বঙ্গবাসীর।
Views: 132