নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বাংলার সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত হলেন বিশিষ্ঠ কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার সকালে তার কলকাতার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।কম কথা বলার মানুষ শঙ্খবাবু গত সপ্তাহেই করোনাতে সংক্রমিত হয়েছিলেন। বাড়িতেই তিনি আইসোলেশনে ছিলেন।কিন্তু অক্সিজেন সংক্রান্ত সমস্যা যেমন হচ্ছিল তেমনই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় কবিকে দেখা গিয়েছে। দেশ ,রাজ্যের বিভিন্ন সমস্যায় তার নীরব প্রতিবাদ অন্যরকম ভূমিকা হয়ে উঠেছিল।বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান তাই অনস্বীকার্য। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘বাবরের প্রার্থনা’, ‘দিনগুলি রাতগুলি’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ অন্যতম। কবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Views: 264