নিজস্ব্ব প্রতিনিধি, হুগলি-বঙ্গের মোট ৮ দফা নির্বাচনে হুগলিতে চতুর্থ দফায় মোট ১০ টি বিধানসভা আসনের জন্য ভোট হবে। যার মধ্যে রয়েছে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি,চন্ডীতলা সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া,পান্ডুয়া, সপ্তগ্রাম ও বলাগড়। চতুর্থ দফার ভোটে মোট বুথের সংখ্যা ৩৫৮৬টি যার মধ্যে ২৮৬৩ বুথ প্রধান এবং বাকি অক্সিলিয়ারি বুথ হল ৭২৩টি। মোট ভোটদাতার সংখ্যা ২৫,৯৪,২১২ যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩,০৮,৬৯৭জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২,৮৫,৪৪০এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭৫ জন।আগামী শনিবারের ভোটে ৬৪জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে হুগলির নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ৬৩৮১ জন রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান সুষ্ঠ ভোট করতে তৈরি প্রশাসন।
Views: 23