নিজস্ব প্রতিনিধি,হুগলি-হুগলির ভদ্রেশ্বরের প্রাচীন জগদ্ধাত্রী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন চাঁপদানির তৃনমূল প্রার্থী অরিন্দম গুঁইন।প্রচুর কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এই বর্ণময় মিছিল পৌঁছায় শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তরে। সেখানে মনোনয়ন পত্র জমা দিয়ে বেরিয়ে অরিন্দম বলেন তার ভোট প্রচারে মূল হাতিয়ার রাজ্যের উন্নয়ন পাশাপাশি স্থানীয় সমস্যা অর্থাৎ রাস্তাঘাটের সংস্কার, এলাকায় একটি ফ্ল্যাইওভার তৈরি,নিকাশী ব্যবস্থার মত বেশ কয়েকটি সমস্যা সমাধানে জোর দেওয়া হবে। তিনি আশাবাদী এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবেন। গুরুত্বপূর্ণ এই কেন্দ্র থেকে লড়াই করছেন কংগ্রেসের আব্দুল মান্নান এবং বিজেপির প্রার্থী হয়েছেন দিলিপ সিং ।
Views: 17