নিজস্ব প্রতিনিধি,হুগলি-বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে বেশ কয়েকদিন আগেই,সেই তালিকা অনুযায়ী চাঁপদানি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অরিন্দম গুঁইন। একইসাথে সদ্য ঘোষিত হয়েছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার, সেই অনুযায়ী দশটি বিষয়কে গুরুত্ব দিয়েছে তৃণমূল। যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য,খাদ্য, কৃষি, কর্মসংস্থান,রাস্তাঘাট পানীয় জল সহ একগুচ্ছ বার্তা রয়েছে দিদির অঙ্গীকারপত্রে। দিদির ঘোষিত সেই অঙ্গীকারপত্র নিয়ে ভোটযুদ্ধে নেমে পড়েছেন চাঁপদানির বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন। তিনি জানান গত ১০ বছরে তাদের সরকার যেভাবে বাংলার উন্নয়ন করেছে আগামী দিনেও এই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মানুষের পাশে থাকবে তৃণমূল,স্বাভাবিকভাবেই এইকেন্দ্রে তারা জিতবে। উল্লেখ্য বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে দিলীপ সিং কে অন্যদিকে সংযুক্ত মোর্চার হয়ে প্রার্থী হয়েছেন কংগ্রেসের হেভিওয়েট নেতা আব্দুল মান্নান।
Views: 23