নিজস্ব প্রতিনিধি,সিঙ্গুর-জমি আন্দোলনের অন্যতম ক্ষেত্র সিঙ্গুর, সেই সিঙ্গুর থেকেই ২০১৬ তে প্রার্থী হতে চেয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাস্টারমশাই অর্থাৎ সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য আসন ছাড়তে না চাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননিl ক্ষোভের সুরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় lবুধবার হুগলির সিঙ্গুরের রতনপুরের সভায় সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না, হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না এবং ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সিঙ্গুরের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে উদ্দেশ্য করে একথা বলেনl পাশাপাশি তিনি বলেন আমি ভাবিনি মাস্টারমশাই কি করে বিজেপিতে গেলেন, আমরা চেয়েছিলাম মাস্টারমশাই দলের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হোক এবং এই আসনটিতে বেচারাম মান্না কে কাজ করতে দেয়ার সুযোগ দিক কিন্তু উনি দেয়নি তবে আমি বলব উনি বাড়িতে থেকে সন্মান বাঁচান,ভালো থাকুক সুস্থ থাকুন এবং এবারে আমদের প্রার্থী বেচাকে জেতানোর জন্য আশির্বাদ করুন। পাশাপাশি তিনি জানান সিঙ্গুরে আন্দোলন করে কথা দিয়েছিলাম জমি ফেরত দেবো, তা দিয়েছিlসেই জমি ফেরতের সাথেই জমির চরিত্র বদলের জন্য টাকা মঞ্জুর করেছিlপাশাপাশি এই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন তারা ক্ষমতায় এলে মহিলাদের হাত খরচের টাকা দেবে প্রতিমাসে একইসাথে রেশনের চাল বাড়িতে বসে পাবেন সাধারণ মানুষl এদিন তার জনসভায় প্রচুর কর্মী সমর্থকদের ভিড় হয়l যদিও বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য জানান তাকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি কিংবা তার সাথে কেউ আলোচনা করেনিl স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে সিঙ্গুরের প্রার্থী বিতর্ক থেকেই গেলোl
Views: 24