নিজস্ব প্রতিনিধি, হুগলি-পুজোর কটা দিন জেলার বিভিন্ন প্রান্তের পাড়ায় পাড়ায় বইয়ের স্টল দেওয়ার রীতি রয়েছে বামপন্থী সংগঠনের, সেখানে দলীয় বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি থাকে অন্যান্য বই। এবার জনসংযোগ বাড়াতে তৃণমূলের দলীয় সংগঠন “জয় হিন্দ বাহিনী”-র উদ্যোগে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় তৃণমূলের মুখপত্র “জাগো বাংলার” স্টলের সূচনা হয়েছে, এর ফলে পূজোর সময় বিভিন্ন এলাকা থেকে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের সাথে সহজেই জনসংযোগ গড়ে তোলা যাবে বলে দাবি স্টলে থাকা কর্মীদের।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের “জয় হিন্দ বাহিনীর” সভাপতি সুবীর ঘোষ জানান কোন রাজনৈতিক দলকে অনুকরণ নয়, তৃণমূল কর্মীরা সারা বছরই প্রচুর কর্মসূচির সাথে যুক্ত থাকে, যা মানুষের দৈনন্দিন সেবায় খুব কার্যকরী হয়ে ওঠে। একইভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দেখার জন্য এই লোকসভা কেন্দ্রের পাড়ায় পাড়ায় বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর মানুষের ঢল নামে, তাদের কাছে আমাদের দৈনন্দিন কর্মসূচির বার্তা তুলে ধরাই লক্ষ্য। শুধুমাত্র দলীয় মুখপত্র বিক্রি নয়,এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়বে বলে মনে করি। অর্থাৎ দর্শনার্থীরা পূজোর ঠাকুর দেখার মধ্য দিয়ে রথ দেখা কলা বেচা দুটোই সম্পন্ন হবে।
যদিও বামপন্থী নেতাদের দাবি শাসক দল কেবলমাত্র অনুকরণই করতে পারে, যেমন কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যের নাম বদলে হয়ে যায় বাংলার প্রকল্প তেমনিই বামপন্থীদের দীর্ঘদিনের বইয়ের স্টলের অনুকরণে তাদের এই স্টল কোন প্রভাব পড়বে না। স্বাভাবিকভাবেই পুজোর কয়েকটা দিনও স্টল রাজনীতির নতুন রূপ দেখা যাবে শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের বিভিন্ন এলাকায়l
Views: 29