নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- বাংলার অন্যান্য স্টেডিয়াম গুলির মধ্যে অন্যতম শ্রীরামপুর স্টেডিয়াম। যার অপর নাম প্রফুল্ল চন্দ্র সেন স্টেডিয়াম । ১৯৭৫ সালে তদানীন্তন শ্রমমন্ত্রী ডাক্তার গোপাল দাস নাগের উদ্যোগে তৈরি হওয়া এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। যদিও ইদানীংকালে ঐতিহ্যপূর্ণ সেই স্টেডিয়াম ভগ্নদশায় পরিণত হয়েছে। ক্রীড়া প্রেমীদের আবেদনে সাড়া দিয়ে স্টেডিয়ামটিকে নতুন চেহারায় ফেরানোর উদ্যোগ নিয়েছে শ্রীরামপুর পুরসভা। সোমবার শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী এবং শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে-র নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন একইসাথে আলোচনা করেন শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের সাথে। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান পুরসভার প্রস্তাব মত এই স্টেডিয়ামকে নতুন চেহারায় ফেরানোর প্রজেক্ট রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর কর্তৃপক্ষের কাছে। আশা করা যাচ্ছে দ্রুত নতুন চেহারায় ফিরবে এই স্টেডিয়াম। শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে জানান প্রায় দু কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে ভাবনাচিন্তা চলছে স্পোর্টিং মাঠ লাগোয়া স্পোর্টিং ক্লাব,টেনিস ক্লা্ব, রাইফেল ক্লাবের পাশাপাশি সুইমিং ক্লাব কে নিয়ে এখানে স্পোর্টস কমপ্লেক্স তৈরী তৈরি করা। যা তৈরি হলে খেলাধুলার মান আরো উন্নত হবে। শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তরুণ মিত্র জানান তাদের আবেদনে মহকুমা শাসক এবং পুর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়ায় খুশি,তারা চায় খেলার উন্নতি হোক। প্রশাসনিক এই উদ্যোগে খুশি ক্রীড়াপ্রেমীরা।
Views: 2037