নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-নবরূপে ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়l ২০১৯ সালে মুখ্যমন্ত্রী স্বয়ং মাহেশে এসে ঘোষণা করেছিলেন মহাপ্রভু জগন্নাখ মন্দিরের সংস্কার করে মাহেশকে পর্যটন মানচিত্রে স্থান দেওয়া হবে।সেই মতো কাজ শুরু হয়।প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয় করে ৬২৫ বছরের পুরনো মন্দির কে অনিন্দ সুন্দর রূপ দেওয়া হয়। মন্দিরের পাশাপাশি মাসির বাড়ি, জগন্নাথ ঘাটকেও আমূল পরিবর্তন করে চোখ ধাঁধানো রূপ দেওয়া হয়েছে।একইসাথে মন্দিরের সামনে জিটি রোড এর উপর গড়ে উঠেছে একটি বড় গেট,যা পর্যটক দের কাছে বিস্ময় হয়ে উঠেছে।মাত্র দু বছরের মধ্য বিশাল কর্মকান্ডের ফসল আজকের পরিবর্তিত মাহেশ।মঙ্গলবার বিকালে মন্দির চত্বরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি জেলা শাসক দীপাপ্রিয়া পি, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, পুর প্রশাসক গৌরমোহন দে, জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের পক্ষে পিয়াল অধিকারী, অসীম পন্ডিত সহ বিশিষ্টরাlবিধায়ক সুদীপ্ত রায় বলেন শ্রীরামপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান বহু মনীষীর স্মৃতিধন্য এই মাহেশকে পর্যটন মানচিত্রে স্থান করে দেওয়ায় আমরা খুশি, আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। নতুন চেহারায় জগন্নাথ মন্দির ফিরে আসায় খুশি শ্রীরামপুরবাসী।
Views: 651