নিজস্ব প্রতিনিধি,খানাকুল- বৃষ্টি এবং বাঁধভাঙা জলে প্লাবিত হুগলির খানাকুলের বিস্তীর্ণ অংশl জলে আটকে থাকা বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার করতে সোমবার সকালে নামানো হয় হেলিকপ্টার। মূলত হেলিকপ্টার l মূলত খানাকুলের ঠাকুরানি চক, কিশোরপুর, ধানগোড়ি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কার্যত জলমগ্নl রবিবার সারাদিন ধরেই উদ্ধারকাজ হওয়ার পর সোমবার সকাল থেকেই জেলা প্রশাসন হেলিকপ্টার ব্যবহার করে ত্রিশ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে শতাধিক বয়সের বৃদ্ধা এবং ৬ মাসের শিশু রয়েছে।বাকিদেরও দ্রুত উদ্ধারের চেষ্টা চলছেl পাশাপাশি দুর্গত এলাকায় ত্রানসামগ্রী এবং প্রতিকুলতা মোকাবিলায় নামানো হয়েছে সেনা। স্থানীয়দের দাবি এই পরিস্থিতির ফলে পরিবার নিয়ে চরম সমস্যার মুখে রয়েছিl হুগলির জেলাশাসক দীপাপ্রিয়া পি জানান, জেলা প্রশাসন উদ্ধার কার্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পাশাপাশি ব্যবস্থা করছে ত্রাণেরl তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব জানান মুখ্যমন্ত্রীর নির্দেশেমতই তাঁদের সমস্ত কর্মীরা গত দুদিন ধরে উদ্ধারকাজে সহায়তা করছে পাশাপাশি দুর্গত মানুষদের ত্রান সামগ্রী পৌঁছাতে কাজ করে চলেছে।
Views: 208