নিজস্ব প্রতিনিধি,আরামবাগ- উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ঠিক হয়নি, নম্বর আর বাড়বে এই দাবীতে ফল বেরোনোর পর শুরু হয় আন্দোলন। অবশেষে রবিবার জয়ী হলো ছাত্রীরা,প্রাপ্ত নম্বর বাড়লো তাঁদের lহুগলির আরামবাগ গার্লস হাইস্কুলের ঘটনাl অভিযোগ এই স্কুলের অধিকাংশ ছাত্রীরা গড়ে ২০ নম্বর করে কম পেয়েছেl উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী এটায় অনুমান এই স্কুলের ছাত্রীদের, তাই নম্বর বাড়ানোর দাবিতে তারা স্কুলে আন্দোলন শুরু করেl রবিবার সকালে ছাত্রীরা জানতে পারে ১৩৭ জন ছাত্রীর প্রাপ্ত নম্বর বেড়েছেlপ্রাথমিক ভাবে জানা যায় তাঁদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জানানোর পর প্রাপ্ত নম্বরে এই পরিবর্তনl স্বাভাবিকভাবেই খুশি ছাত্রীরা l এই ফলে অভিভাবকরা কিছুটা হতাশ হলেও স্কুল কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে তারা খুশিl যদিও স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে-র দাবী এটা তাঁদের কোনো সমস্যা নয়, শিক্ষা সংসদের ডাটা এন্ট্রির সমস্যার কারণেই এই ফল হয়েছিলl
Views: 203