নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটী-কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে সর্বত্র। তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে এগিয়ে এলো হুগলি ছাত্র পরিষদ। তাদের উদ্যোগে এবং বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় শনিবার বৈদ্যবাটীর চৌমাথায় ভ্রাম্যমাণ গাড়িতে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিনব এই এই বাতানুকুল ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে একই সময় তিনজন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে রক্তদানের পরিকল্পনা জেলায় প্রথম বলে দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে রক্তদাতাদের হাতে তুলে দেও য়া হয় চারাগাছ। বৈদ্যবাটি পুর প্রশাসক কমিটির সদস্য সুবীর ঘোষ জানান রক্ত এবং গাছ মানুষকে প্রাণ দিতে সাহায্য করে, তাই পরিবেশ দিবসের দিনে আমাদের এই উদ্যোগ। এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এদিনের অনুষ্ঠানে সুবীর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী,বৈদ্যবাটী পুরসভার কো অডিনেটর প্রবীর পাল সহ তৃণমূলের অনান্য নেতৃত্ব।
Views: 448