নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে শুরু হলো “দুয়ারে রান্নাঘর” কর্মসূচিlবৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার যার আনুষ্ঠানিক সূচনা করলেন বৈদ্যবাটি পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষl ইতিমধ্যেই এই পুরসভার ১০ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই কর্মসূচিl মূলত রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এখানকার কর্মীরাl মূলত এই পুর এলাকার অসহায় বাসিন্দারা সকালের দিকে খাবার অর্ডার করবেন এখানকার কর্মীদের তারপর তারা দুপুরের নির্দিষ্ট সময় তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবেনl সুবীর ঘোষ জানান বর্তমান পরিস্থিতি বহু মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছেন,ইচ্ছা থাকলেও তারা বলতে পারছে না lতাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগl এই কর্মসূচি কেবলমাত্র লকডাউন পরিস্থিতিতেই নয়, চেষ্টা করবো যতদিন সম্ভব এই পরিষেবা চালিয়ে যাবারl পুরএলাকার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাl
Views: 638