নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ, বিশিষ্ট অভিনেত্রী লোপামুদ্রা সিনহা সহ হুগলি প্রেস ক্লাবের সদস্যরা। স্বামী মহা দেবানন্দ জি বলেন বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ অসহায় অবস্থায় দিনযাপন করছেন,তাদের পাশে থাকতেই আমাদের এই প্রচেষ্টা। অভিনেত্রী লোপামুদ্রা সিনহা বলেন সাংবাদিক বন্ধুদের ব্যস্ততার মধ্যেও অসহায় মানুষদের জন্য এই কর্মসূচি তাঁকে মুগ্ধ করেছে। হুগলি প্রেস ক্লাবের সম্পাদক তরুণ মুখোপাধ্যায় জানান প্রেস ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়,বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের সাথে থাকতেই এই কর্মসূচি। হুগলি প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টরা।
Views: 343