নিজস্ব প্রতিনিধি,চন্দননগর- কোভিড আক্রান্ত রোগীদের পাশে দাড়াতে চন্দননগরে শুরু হল অক্সিজেন পার্লার। যার সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুলত মন্ত্রীর উদ্যোগে এবং চন্দননগর পুরনিগমের ব্যবস্থাপনায় “স্বাগতম” নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো রবিবার। অন্যান্য সময় অনুষ্ঠানের জন্য দেওয়া এই ভাড়া বাড়িটিতে কোভিড পরিস্থিতির কারণে এমনই উদ্যোগ নেওয়া হলো এদিন। ২৪ ঘন্টা এই অক্সিজেন পার্লার খোলা থাকবে, পাশাপাশি থাকবে অ্যাম্বুলেন্সে পরিষেবা। একইসাথে এদিন শুরু হলো “দুয়ারে ওষুধ” পরিষেবা। অর্থাৎ “দুয়ারে সরকার” পরিষেবার মতই এই “দুয়ারে ওষুধ”পরিষেবা। চন্দননগর এলাকায় কোভিড আক্রান্তরা অনেকেই যারা আর্থিক সঙ্গতির কারণে ঠিকমত ওষুধ কিনতে পাচ্ছেন না, এবার থেকে বিনামূল্যে তাদের বাড়িতে প্রয়োজনীয় সমস্ত ঔষধ সরবরাহ করা হবে। একইভাবে কোভিড আক্রান্ত পরিবারগুলোর জন্য বিনা পয়সায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা শুরু হয়েছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলে কোভিড রোগী অথবা শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে এখানে দেওয়া হবে অক্সিজেন পরিষেবা। পাশাপাশি থাকছে ওষুধ এবং রান্না করা খাবার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন সেই ভাবেই লক্ষ্য পূরণ করা হবে। প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে ৯১২৩৭৩৬৫৩৯
Views: 318