নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি- শুরু হয়ে গেল তারকেশ্বরের শ্রাবণী মেলা,আগামী একমাস ব্যাপি বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট সহ এই এলাকার অন্যান্য ঘাট থেকে জল তুলে হাজার হাজার পূর্ণার্থী পায়ে হেঁটে যাবেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে।তাদের চলার পথে পাশে থাকতে শনিবার বৈদ্যবাটির রথতলা এলাকায় সূচনা হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি জলসত্র শিবির।হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক […]