নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- ঐতিহাসিক শহর শ্রীরামপুর, যে শহরের ঐতিহাসিকতার সাথেই জড়িয়ে আছে সাংস্কৃতিক আবহ। সময়ের সাথেই আজ তা অতীত হলেও সেই আবহ ফিরলো সম্প্রতি শ্রীরামপুর টাউন হলের এক অনুষ্ঠানে l “লহরা সেন্টার ফর পারফর্মিং আর্টস” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক সন্ধ্যা। বিশিষ্ট সেতারশিল্পী শুভ চক্রবর্তী এবং সংস্থার প্রতিষ্ঠাতা পলাশ […]