নিজস্ব প্রতিনিধি,হুগলি- কোভিড বিধি মেনে সারা রাজ্যের সাথেই সোমবার থেকে হুগলিতে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষাl জেলার চারটি মহকুমা তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২৮ জন। যার মধ্যে ছাত্রদের সংখ্যা ২৬ হাজারের বেশি এবং ছাত্রীদের সংখ্যা প্রায় ৩৪ হাজারl জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় ২৪০ টি। করোনা পরিস্থিতির কারণে গত […]