নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর-সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন একই পরিবারের ৪ জনl হুগলির সিঙ্গুরের নান্দাবাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজন কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তাদের আত্মীয় যোগেশ ধাওয়ানীর বিরুদ্ধে।প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় সিঙ্গুর গ্রামীন হাসপাতালে, সেখানে স্বামী দীনেশ প্যাটেল(৫০) তার স্ত্রী অনুষ্কা প্যাটেল(৪৫) কে মৃত ঘোষণা করে চিকিৎসক।আহত দীনেশের বাবা মাওজি প্যাটেল ও দীনেশের ছেলে ভাবিক প্যাটেলকে আশঙ্কাজনক অবস্থায় ব্ভর্তি করা হয় কলকাতার এস এস কে এম হাপাতালে, পরে বেলার দিকে সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় হুগলির গ্রামীন পুলিশ সুপার আমনদ্বীপ একইসাথে তিনি জানান পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে তাদের অনুমান। সিঙ্গুরের এই এলাকায় প্যাটেলদের বাড়ির সাথেই রয়েছে কাঠ চেরাই কল। যে কলে অভিযুক্ত একটা সময় কাজ করতো বলে জানা গেছে।এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক হলেও পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।একইসাথে অভিযুক্তের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।
Views: 1385