নিজস্ব প্রতিনিধি,সিঙ্গুর-ওভারলোডিং বন্ধের দাবিতে ফের আন্দোলনে নামলো লরি ট্রাক সংগঠনের কর্মীরা। শনিবার সিঙ্গুরের লোহাপট্টি সেবা নিকেতন এলাকায়, হুগলি ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সভা, যে সভা থেকে প্রয়োজনে ট্রাক ধর্মঘটের ইঙ্গিত দিলেন সংগঠন নেতৃত্বরা। মূলত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী ওভারলোডিং বন্ধের নির্দেশ দেয় কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও তা কার্যকরী না হওয়ায় সমস্যায় পড়েছে ট্রাক ওনার্স মালিকরা। মূলত তাদের দাবি একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দিনের পর দিন ওভারলোডিং করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের মত সাধারন ব্যবসায়ীরা কারণ তারা সরকারি নিয়ম মেনে গাড়ি চালানোর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায় একই ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাট, সেতুর। সংস্থার সম্পাদক প্রবীর চ্যাটার্জী জানান প্রশাসনের মদতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দিনের-পর-দিন ওভারলোডিং করে পণ্য-সামগ্রীর পরিবহন করার ফলে তাদের মত ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে অবিলম্বে ওভারলোডিং ওভারটেকিং বন্ধ না হলে আগামী দিনে তারা ট্রাক ধর্মঘটে জেতে বাধ্য হবে। একদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এরপর ট্রাক ও লরি চলাচল বন্ধ হলে তার প্রভাব পড়বে পণ্যসামগ্রীতে বলে মনে করছে সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও চাই অবিলম্বে বন্ধ হোক ওভারলোডিং ব্যবস্থা।
Views: 39