নিজস্ব প্রতিনিধি, চন্দননগর-নাইট কার্ফু নিয়ে সরকারি নির্দেশিকাই বহাল থাকবে চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবে। সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ। প্রসঙ্গত রাত ১১টা থেকে সকাল ভোর ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে নাইট কার্ফু বহাল রয়েছে। যা শিথিল করা হয়েছিল দূর্গা পুজোয়। এরপরই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটিগুলি চন্দননগরে নাইট কার্ফু শিথিল করার দাবী তোলে। যদিও সেই দাবী মেনে সরকার এখনও কোন নয়া নির্দেশিকা জারি করেনি। তাই এদিন পুলিশ কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দেন সরকার পরিবর্তিত কোন নির্দেশিকা জারি না করলে নাইট কার্ফু নিয়ে পুরনো নির্দেশিকাই চন্দননগরে বহাল থাকবে। যদি তাই হয় তবে রাতে ঠাকুর দেখাতেও নিষেধাজ্ঞা থাকবে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকার ছট পুজো উপলক্ষে আগামি ১০এবং ১১তারিখ নাইট কার্ফু অনেকটাই শিথিল হবে। সেইমতে ১০ এবং ১১তারিখ ষষ্ঠী এবং সপ্তমী হওয়ায় দুদিন ছাড় থাকলেও অষ্টমি এবং নবমীতে রাতে ঠাকুর দেখায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাশাপাশি পুলিশ কমিশনার জানান এবার ২৮টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে চন্দননগর-ভদ্রেশ্বর শহর জুড়ে। ১৩জন এসপি এবং অ্যাডিশনাল এসপি পদের পুলিশ, কনস্টেবল ৪৫০, মহিলা কনস্টেবল ২৫০, হোম গার্ড ৬০০ ও ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের পুলিশ থাকবে। প্রতি বছরের ন্যায় ড্রোনে নজরদারি সহ হুটার বাইক, সিসিটিভি থাকবে। এদিন এখান থেকে পুলিশ কমিশনার সহ কমিশনারেটের আধিকারিকরা চন্দননগর-ভদ্রেশ্বরের পুজোর গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি শিশুদের জন্য গলার ব্যাচ (হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে) প্রকাশ করা হয়। এবার জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর-ভদ্রেশ্বরে নো এন্ট্রির সময় ২ঘন্টা বাড়িয়ে বিকেল ৪টার পরিবর্তে দুপুর ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত করা হলো। যা লাগু হবে আগামিকাল অর্থাৎ পঞ্চমীর দিন থেকে। বহাল থাকবে একাদশীর দিন সকাল ৬টা পর্যন্ত।
Views: 1493