নিজস্ব প্রতিনিধি,ভদ্রেশ্বর- রেল লাইনের ধারে দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক কিশোরের l মৃতের নাম ধীরাজ প্যাটেল(১৫)।ভদ্রেশ্বর এলাকার বাসিন্দা সে। অভিযোগ গতকাল বিকালে তিনজন মিলে রেল লাইনের ধারে গিয়ে ফটোশুট করছিল।সেই সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছিল অন্যজন।তার পাশে দাঁড়িয়ে দেখছিল […]