নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- কোভিড পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলা। ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ার কারণে চরম সংকটে মুমুর্ষ রোগীরা। তাদের পাশে থাকতে এগিয়ে এলো শ্রীরামপুরের “ ভবিষ্যতের দিশারী”। রবিবার শ্রীরামপুরের বটতলার হরিসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। যে শিবিরে অংশগ্রহন করেন সমাজের বিশিষ্টরা। শ্রীরামপুরের গুটি কয়েক ছাত্র ছাত্রীর উদ্যোগে সামাজিক কাজ করার লক্ষ্যে গত কয়েক বছর আগে যাত্রা শুরু হয় “ ভবিষ্যতের দিশারী-র। বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা পুরনে তাদের এই উদ্যোগ। সংস্থার সদস্য অনির্বান ঘোষ জানান কোভিডের কারণে বাংলায় রক্তের সংকট চলছে ফলে শুধু মুমূর্ষ রোগীরাই নয়, সমস্যায় রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ। এদিনের রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
Views: 159