নিজস্ব প্রতিনিধি, রিষড়া-বর্ষার মরসুমে ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো হুগলি জেলা প্রশাসন l বৃহস্পতিবার রিষড়া পুরসভার সহযোগিতায় রিষড়ার ১৯ নম্বর ওয়ার্ডের শ্রী কৃষ্ণনগর এলাকায় আয়োজন করলো এক পদযাত্রার lযে পদযাত্রায় সামিল হলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র ,পুর কো অর্ডিনেটর মনোজ গোস্বামী,পুরসভার নোডাল অফিসার আসিতাভ গাঙ্গুলী সহ রিষড়া পুরসভার স্বাস্থ্যকর্মী এবং স্কুলের ছাত্র ছাত্রীরাl শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান জেলা প্রশাসনের নির্দেশে ডেঙ্গুর বিরুদ্ধে এই প্রচার অভিযান যা আগামীদিন অনান্য পুরসভা এলাকায় হবে কারণ এই সময় ডেঙ্গু হবার সম্ভাবনা থাকে। রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান আমাদের পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত ভাবে ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করেন , তবুও এই সময় মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। পুরবাসীর কাছে আবেদন কোথাও কোনো জমা জল জমতে দেবেন না। নর্দমা গুলো পরিষ্কার রাখুন।একইসাথেআমাদের লক্ষ্য এই শহরকে সুন্দর রাখাl
Views: 122