নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- কোভিড সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন বিধায়ক,এক প্রৌঢ়কে চড় মারতে উদ্যত হলেন তিনিl হুগলির চুঁচুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনাlঅভিযোগ সচেতনতায় বেড়িয়ে চায়ের দোকানে বসা এক প্রৌঢ় মাস্ক পরতে না চাওয়ায় রিতিমত চড় মারতে উদ্যত হলেন তিনি।সম্প্রতি ওই ওয়ার্ড কনটেনমেন্ট জোন হওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নিয়ে সাধারন মানুষকে […]
Day: September 23, 2021
ডেঙ্গুর সচেতনতার বার্তা দিতে পথে নামলো রিষড়া পুরসভা
নিজস্ব প্রতিনিধি, রিষড়া-বর্ষার মরসুমে ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো হুগলি জেলা প্রশাসন l বৃহস্পতিবার রিষড়া পুরসভার সহযোগিতায় রিষড়ার ১৯ নম্বর ওয়ার্ডের শ্রী কৃষ্ণনগর এলাকায় আয়োজন করলো এক পদযাত্রার lযে পদযাত্রায় সামিল হলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র ,পুর কো অর্ডিনেটর মনোজ […]