নিজস্ব প্রতিনিধি,চন্দননগর- স্বর্ণঋণ প্রদানকারী অফিসে ডাকাতি কান্ডে ব্যবহার করা হয়েছিল মিনি জ্যামার, জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ l গত মঙ্গলবারের এই ঘটনায় ধৃত তিনজনের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নিজেদের হেফাজতে পাবার পর সাংবাদিক সম্মেলনে তিনি জানা ধৃতরা সোনা না নিয়ে যেতে পারলেও নগদ প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করেছিল লক্ষ্মীগঞ্জ বাজারের ফিনান্স কোম্পানি থেকে। সব টাকায় উদ্ধার হয়েছেl ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও একজন অধরা রয়েছেl পাশাপাশি তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র বেশকিছু গুলি, রেঞ্চ, প্লাস, কাটারের মত যন্ত্র সহ দুটি পোর্টেবল জ্যামার উদ্ধার হয়েছে।ঘটনার সময় জ্যামার অন করে থাকায় ওই এলাকায় টেলি যোগাযোগ ব্যাবস্থায় বিঘ্ন ঘটে। তদন্ত এখন প্রাথমিক অবস্থায় থাকলেও তদন্তের প্রয়োজনে সবরকম ব্যবস্থা হচ্ছে বলে তিনি জানানl
Views: 1073