নিজস্ব প্রতিনিধি, ডানকুনি- নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চায়ের দোকানে ঢুকে পড়লে মৃত ৩, আহত ৪l হুগলির ডানকুনি মোল্লাবেরে দিল্লী রোডের ঘটনাl স্থানীয়দের অভিযোগ থেকে বর্ধমান গামী একটা ম্যাটাডোর দ্রুতগতিতে যাবার সময় রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ১জনের মৃত্যু হয়l […]