নিজস্ব প্রতিনিধি, রিষড়া-জুট শিল্পে কর্মী পূরণের লক্ষ্যে বেকার যুবক যুবতীদের বাছাই করে শুরু হলো প্রশিক্ষণ শিবিরl যার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না l হুগলির রিষড়ার হেস্টিং জুট মিলে এই প্রশিক্ষণ শিবির চলবেl প্রশিক্ষণ শেষে বিভিন্ন জুট মিলে তাদের নিয়োগ করা হবেl শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান জুট ইন্ডাস্ট্রিতে কর্মীর […]