নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-সংস্কৃতি এবং ঐতিহ্যের শহর শ্রীরামপুর। যে শহরের গর্ব শ্রীরামপুর পাবলিক লাইব্রেরী । ঐতিহাসিক এই লাইব্রেরী ১৫০ বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে রবিবার সকালে শ্রীরামপুরের গান্ধী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীরামপুর শহর পরিক্রমা করে।উদ্দেশ্য সংস্কৃতি প্রিয় মানুষদের কাছে গ্রন্থাগার আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া। শ্রীরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক অন্ময় চ্যাটার্জি জানান আজ থেকে ১৫০ বছর আগে শ্রীরামপুরের কিছু গুণী মানুষ শহরবাসী কে বই পড়ার আগ্রহ তৈরি করতে এই প্রাচীন গ্রন্থাগারটির সূচনা করেন ।বহু ঘাত প্রতিঘাত এবং বহু ইতিহাসের সাক্ষী হিসেবে আজকে গ্রন্থাগার দেড়শো বছরে পদার্পণ করল। এই উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমে শ্রীরামপুরের বহু অজানা ইতিহাস জানতে পারবেন শহরবাসীরা। গত দেড়শ বছর ধরে এই লাইব্রেরীটি বই প্রিয় মানুষের জন্য কাজ করে চলেছে এসেছে, আমাদের লক্ষ্য আগামীদিনেও একইভাবে এই প্রাচীন লাইব্রেরী কে এগিয়ে নিয়ে যাওয়া।
Views: 335