নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-কোভিড আবহে দমবন্ধকর পরিস্থিতির মুক্তি দিতে আয়োজন হল ফুটবল প্রতিযোগিতার। বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটিরউদ্যোগে হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শনিবার। যার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।শেওড়াফুলির রাজবাড়ি মাঠে গত ২৫শে জুলাই শুরু হওয়া ৭ দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনালে শ্রীরামপুরের স্পোর্টিং ক্লাব, ভদ্রেশ্বরের ইউএসসি ক্লাব কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বৈদ্যবাটি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তথা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানান এই কঠিন সময়ে মানুষ আজ দিশেহারা, মন খারাপ। তার জন্য কোভিড বিধি মেনে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই সাত দিন প্রচুর মানুষ মাঠে এসে প্রাণভরে নিঃশ্বাস নিয়েছেন,আনন্দ উপভোগ করেছেন। পাসাপাশি তিনি বলেন হয়ে যাওয়া খেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষকে গুনে গুনে গোল দিয়েছে। আমরা আশা করব আগামী ২৪ সালের খেলায় বিজেপি কে হারাবো। এদিনের অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন বন্দোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক কাঞ্চন মল্লিক, প্রখ্যাত খেলোয়াড় শিশির ঘোষ সহ বিশিষ্টরা।
Views: 294