নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- প্রাক্তন বিধায়ক প্রয়াত রবীন মুখার্জীর মূর্তি বসানো কে কেন্দ্র করে তৃণমূলের দুই বিধায়কের মধ্যে শুরু হয়েছে কোন্দল। অভিযোগ বৃহস্পতিবার বাঁশবেড়িয়ার (বর্তমানে সপ্তগ্রাম) প্রাক্তন কংগ্রেস বিধায়ক রবীন মুখার্জীর মূর্তির উন্মোচন হল সাহাগঞ্জ এলাকায়, যার উন্মোচন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। যে অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন, রত্না দে নাগ উপস্থিত থাকলেও আমন্ত্রণ পাননি এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত।স্থানীয় বিধায়ক তপনবাবুর অভিযোগ আমন্ত্রণপত্রে তার নাম নেই, যদিও তাতে কিছু এসে যায় না। একটা সময় রবীনবাবু সাথে জেলাজুড়ে আন্দোলন করেছি, তাই আমন্ত্রন পায়নি তাই যায়নি পাশাপাশি তিনি ক্ষোভের সুরে বলেন আমরা চুঁচুড়ায় উড়ে আসিনি,এখানেই রাজনীতি করব। অন্যদিকে অনুষ্ঠানের উদ্যোক্তা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন শনি পুজোর কেউ নিমন্ত্রন করে না, কানে শুনলেই যেতে হয়। যারা আমন্ত্রণের কথা বলেন তাঁরা রবীন মুখার্জিকে শ্রদ্ধা করেন না। পাশাপাশি তিনি বলেন কেউ উড়ে এসে জুড়ে বসেনি। সবাই বাংলার সন্তান, সবাই হুগলি জেলার সন্তান। স্বাভাবিক ভাবেই দুই বিধায়কের কোন্দল প্রকাশ্যে আসায় বিভ্রান্ত সকলে ।
Views: 380