নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- কোভিড পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলা। ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ার কারণে চরম সংকটে মুমুর্ষ রোগীরা। তাদের পাশে থাকতে এগিয়ে এলো শ্রীরামপুরের “ ক্ষেত্রমোহন সা স্ট্রীট সার্বজনীন দুর্গোৎসব সমিতি”। রবিবার লায়ন্স ক্লাব,রিষড়ার সহযোগিতায় শ্রীরামপুরের মেলাবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। যার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। ঐতিহাসিক এই মেলা বাড়িতে বছরের বিভিন্ন সময় হওয়া কর্মসূচীর মতই এদিনের অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৫৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর কো- অর্ডিনেটর গৌরমোহন দে,গিরিধারী সাহা,সমাজসেবী কাবুল মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। উদ্যোক্তাদের অন্যতম সদস্য সৌমিতা সা বলেন কোভিডের কারণে বাংলায় রক্তের সংকট চলছে ফলে শুধু মুমূর্ষ রোগীরাই নয়, সমস্যায় রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ। লায়ন্স ক্লাব, রিষড়ার সদস্য চঞ্চল মুখার্জি জানান তাদের অন্যান্য কর্মসূচির মতই রক্তদান শিবির আয়োজন করা অন্যতম। স্বাভাবিকভাবেই আমরা চাই এই ধরনের শিবির নিয়মিতভাবে হোক। কোভিড বিধি মেনে এই রক্তদান শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
Views: 273