নিজস্ব প্রতিনিধি,কলকাতা-চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ২০ শে জুলাই। শুক্রবার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। ঐদিন সকাল নটায় আনুষ্ঠানিক ভাবে এবছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি।এবং তারপর সকাল দশটায় পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাবে। কোভিড পরিস্থিতির কারণে চলতি বছরে বাতিল হয় মাধ্যমিক পরীক্ষা এবং সেই বাতিল হওয়া পরীক্ষার ফলাফলের মুলায়নের পদ্ধতি কি হবে তা আগেই জানিয়েছে পর্ষদ। যদিও পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীরা চলতি বছরে অ্যাডমিট কার্ড না পাওয়ায় তারা রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল জানতে পারবেন এপাশাপাশি মার্কশিটের সাথে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। wbresults.nic.in,exametc.com সহ বারোটি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।স্বাভাবিকভাবেই সেই ফলের প্রতিক্ষায় রাজ্যের ১১ লক্ষের কিছু বেশি সংখ্যক পরীক্ষার্থী।
Views: 107